লোডশেডিংয়ের সমস্যা অনেকটাই কাটিয়ে ওঠা গেছে: জ্বালানি উপদেষ্টা

জ্বালানি উপদেষ্টা
  © ফাইল ছবি

গত কয়েকদিন ধরে সারাদেশেই বেড়েছিলো লোডশেডিং। এতে অতিষ্ঠ হয়ে ওঠে জনজীবন। এমনকি নোয়াখালীতে লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে সাবস্টেশনে হামলার ঘটনাও ঘটে। তবে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, কয়েকদিন লোডশেডিং ছিল, এ সমস্যা মোটামুটি কাটিয়ে ওঠা গেছে। সামনে আরও কমবে।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ফাওজুল কবির খান।

এ সময় উপদেষ্টা বলেন, বেশ কয়েকদিন ধরে লোডশেডিং ছিল, এখন এ সমস্যা মোটামুটি কাটিয়ে ওঠা গেছে। সামনে আরও কমবে। এখান থেকে বিদ্যুৎ ও গ্যাসের পাওনা পরিশোধ করে সামনের সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করা হবে।

উপদেষ্টা জানান, এখন থেকে জ্বালানি খাতে সবসময় উন্মুক্ত দরপত্র আহ্বান করা হবে। দরপত্র ছাড়া কাউকে কার্যাদেশ দেওয়া হবে না।