মব জাস্টিস মেনে নেয়া হবে না: আসিফ নজরুল
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৮ PM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৮ PM
অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, কোনো রকম মব জাস্টিস, বিচারবহির্ভূত হত্যা কোনোভাবেই মেনে নেয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঘটনায় মর্মাহত। মব জাস্টিস এড়াতে যত রকম পদক্ষেপ নেয়া দরকার, নেয়া হবে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সাংবিধানিক কাঠামো সংস্কারে গঠিত কমিটির সঙ্গে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ঢাবিতে গণপিটুনিতে তোফাজ্জল হোসেন নামে যুবকের মৃত্যুর বিষয়ে প্রশ্ন করা হলে এ কথা জানান তিনি।
এ সময় গণপিটুনিতে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন আইন উপদেষ্টা। তিনি বলেন, এসব ক্ষেত্রে সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে এবং আইনের মাধ্যমে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।
এছাড়াও তিনি উল্লেখ করেন, জুলাই-অগাস্টের আন্দোলনে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হলেই ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ। ভারতের সাথে থাকা বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরত চাওয়া হবে বলে জানান আসিফ নজরুল।