বিকেল থেকে চলবে মেট্রো ট্রেন, খুলছে কাজীপাড়া স্টেশন

মেট্রোরেল
  © ফাইল ফটো

যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেতে নগরবাসীর দাবি ছিল, সাপ্তাহিক ছুটি দিনও যেন মেট্রোরেল খোলা থাকে। নগরবাসীর এই আক্ষেপ এবার ঘুচল, এখন থেকে শুক্রবারও চলবে মেট্রোরেল। আজ বিকেল ৩টা থেকে যাত্রা শুরু করবে এবং চলবে রাত ৯টা ৪০ মিনিট পযর্ন্ত। মেরামত শেষ হওয়ায় আজই খুলছে কাজীপাড়া স্টেশন।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড- ডিএমটিসিএলের ব্যাবস্থাপনা পরিচালক আব্দুর রউফ এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতি শুক্রবার বিকেল ৩টা থেকে শুরু হবে মেট্রো চলাচল। প্রতি ১২ মিনিট পর রাত ৯টা ৪০ পর্যন্ত চলবে ট্রেন। এ ছাড়া চাহিদার প্রেক্ষিতে মেট্রোরেল চলাচলের সময়সীমা বাড়ানো হবে বলেও জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত এ স্টেশন মেরামত করতে প্রাথমিকভাবে ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গতকাল বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য জানান। তিনি বলেন, আজ থেকে চালু হচ্ছে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রোরেল স্টেশন। ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ স্টেশনও দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন।

মিরপুর-১০ স্টেশন চালু প্রসঙ্গে আবদুর রউফ বলেন, কাজীপাড়া স্টেশন চালু হলেও আপাতত বন্ধই থাকছে এটি। অনিবার্য কারণে মিরপুর-১০ স্টেশনে আপাতত মেট্রোরেল থামবে না। এটার কাজ চলছে। কাজ শেষ করে দ্রুত এ স্টেশন চালু করার চেষ্টা চালাচ্ছি। ওই স্টেশনের কতটুকু ক্ষতি হয়েছে তা নিরূপণে টিম কাজ করছে। এ টিমের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে, কতটুকু ক্ষতি হয়েছে। আশা করি এক সপ্তাহের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত মেট্রোরেলের দুটি স্টেশন মেরামত করতে এক বছর সময় লাগার কথা জানিয়েছিলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তখন জানানো হয়েছিল, স্টেশন দুটি মেরামত করতে সাড়ে ৩০০ কোটি টাকা লাগবে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বলা হচ্ছে, দুই স্টেশন মেরামতে ১৩৮ কোটি টাকার বেশি লাগবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া সাবেক মন্ত্রী মেট্রোস্টেশন মেরামতে এক বছর সময় লাগার কথা বললেও মাত্র দুই মাসের মাথায় প্রয়োজনীয় একটি স্টেশন আজ চালু হতে যাচ্ছে।