প্রথমবারের মতো শুক্রবার চললো মেট্রোরেল
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১২ PM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১২ PM
উদ্বোধনের পরে প্রথমবারের মতো শুক্রবার উত্তরা-মতিঝিল রুটে চললো মেট্রোরেল। এছাড়া, গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘর্ষের ক্ষতিগ্রস্ত মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন আজ খুলে দেওয়া হয়েছে। আজ বিকেল সাড়ে ৩টায় উত্তরা স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ট্রেন ছেড়ে যায়।
মেট্রোরেল পরিচালনা কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'বিকেল সাড়ে ৩টায় উত্তরা প্রান্ত থেকে মেট্রোসেবা চালু করেছি।'
শুক্রবার প্রথমবারের মতো মেট্রোরেলে চড়তে পেরে স্বস্তিতে যাত্রীরা। স্টেশনগুলোতে ছুটির বিকেলে ঘুরতে বের হওয়া যাত্রীর বেশ ভিড় দেখা গেছে। কাজীপাড়া স্টেশন চালু হওয়ায় অনেক যাত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
যাত্রীরা জানান, কাজীপাড়া ও সংলগ্ন এলাকার অনেকেই বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য বাস কিংবা অন্যান্য বিকল্প যানবাহনে ওঠার প্রস্তুতি নিয়ে বের হয়েছিলেন। হঠাৎ স্টেশন চালু দেখতে পেয়ে তারা অবাক। বিকেল ৪টা থেকে কাজীপাড়া স্টেশনে যাত্রীর ভিড় দেখা যায়।
উল্লেখ্য, ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষ চলাকালে ক্ষতিগ্রস্ত হয় মেট্রোরেলের মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন। বিগত আওয়ামী লীগ সরকার জানিয়েছিল, ক্ষতিগ্রস্ত এই দুটি স্টেশন আগামী এক বছরেও চালু করা সম্ভব হবে না। ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করা হয় এবং পরদিন জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।