রাজধানীতে সকাল থেকেই বৃষ্টি; ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ

বৃষ্টি
  © সংগৃহীত

দিনের আলো ফুটে উঠতে না উঠতেই রাজধানীতে শুরু হয়েছে বৃষ্টি। কখনও মুষুলধারে বৃষ্টি তো কখনও গুঁড়িগুঁড়ি বৃষ্টি। এতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। 

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকেই এমন অবস্থা বিরাজ করছে রাজধানীজুড়ে।

এদিন সকাল থেকেই কখনো ঝিরিঝিরি আবার কখনো মুষলধারে বৃষ্টিতে ইতোমধ্যেই ঢাকার বেশকিছু সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টিভেজা রাজধানীর সড়কগুলোতে কোথাও কোথাও যানবাহনের জটলাও দেখা গেছে। সবমিলিয়ে গত কয়েক দিনের বৃষ্টিতে তাপপ্রবাহের দাপট কমলেও যানজট আর জলাবদ্ধতায় ভোগান্তি বেড়েছে ঢাকার পথে পথে।

বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত কখনো থেমে থেকে আবার কখনো মুষলধারে বৃষ্টি হয়েছে। তবে এর মধ্যেই রাজধানীর সড়কগুলোয় বৃষ্টি উপেক্ষা করে কর্মস্থলে ছুটতে দেখা গেছে গন্তব্যে ছুটে চলা মানুষদের।

অফিসগামী এক যাত্রী বলেন, ‘সকাল থেকে বৃষ্টি, বাসেই উঠতে পারছিলাম না। ঠাসাঠাসি করে খুব ভোগান্তি নিয়ে অফিসে এলাম। রাস্তায় কোথাও জলাবদ্ধতা হয়েছে আবার কোথাও যানজট, এছাড়া সঙ্গী বিরতিহীন বৃষ্টি। সব মিলে আজকের দিনটা ভোগান্তি দিয়ে শুরু হয়েছে।’

এক চাকরিজীবী বলেন, সকাল থেকেই মুষুলধারে বৃষ্টি। এদিকে অফিসে না গেলেই তো নয়। খুবই ভোগান্তি পোহাতে হচ্ছে বৃষ্টিতে।

এদিকে আজ দিনভর বৃষ্টিপাতের এমন দাপট থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, বুধবারের মতো আজও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কখনো ঘন কালো মেঘে ছেয়ে যেতে পারে আকাশ। তবে সন্ধ্যার পর বৃষ্টি থেমে যেতে পারে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে রাজধানী ঢাকায় ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।