সীমান্তের গেট ভেঙে বাংলাদেশে প্রবেশ, ২ ভারতীয় আটক
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৮ PM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৮ PM
ফিল্মি স্টাইলে পিকআপ চালিয়ে বাংলাদেশ-ভারতের সীমান্ত গেট ভেঙে বাংলাদেশে প্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে সাতক্ষীরায় ভোমরা বন্দরের জিরো পয়েন্টে এই ঘটনা ঘটে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) আটকরা হলেন— ভারতের উত্তর ২৪ পরগনা জেলার নিউটাউন থানার গৌরাঙ্গনগর এলাকার সুরঞ্জন সরকারের ছেলে প্রকাশ সরকার (৩৯) ও একই এলাকার বিধু সরকারের ছেলে দিলু সরকার (২০)।
গজারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তারগজারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার
বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক জানান, শুক্রবার গভীর রাতে একটি ভারতীয় পিকআপ (WB25M4037) ঘোজাডাঙায় ভারতীয় বিএসএফ এর নিরাপত্তা বেষ্টনী এবং বিজিবির ক্রসিং গেট ভেঙে বাংলাদেশে প্রবেশ করে। এতে ক্রসিং গেট সহ ৩টি রোড ডিভাইডার, ১টি মোটরসাইকেল ও একটি ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়। পিকআপটির চালক মদ্যপ অবস্থায় ছিল এবং তাদের আটক করে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
এছাড়া ভারতীয় পিকআপটিকেও জব্দ করা হয়েছে। এ ব্যাপারে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।