৫ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি, ফেরত আনলো বিজিবি

আরাকান আর্মি
  © সংগৃৃহীত

কক্সবাজারের টেকনাফে নাফনদীর শাহপরীরদ্বীপ মোহনা থেকে সোমবার (৭ অক্টোবর) ৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা। পরে তাদের ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার (৯ অক্টোবর) তাদের ফেরত আনা হয়েছে।

জেলেরা হলেন, শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মো. আলম (২২), আবদুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩) ও মো. সাইফুল মিয়া (১৭), রফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন (১৯) এবং চকরিয়ার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)।

সোমবার তাদের ধরে নিয়ে গেলেও বিষয়টি জানাজানি হয় মঙ্গলবার দুপুরে। জেলেদের পরিবারের সদস্যরা জানিয়েছে, একটি নৌকাযোগে নাফ নদীতে মাছ ধরতে নামলে অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা তাদের মিয়ানমারের দিকে নিয়ে যায়।