ট্রেনে কেজিপ্রতি দেড় টাকা খরচে ঢাকায় আসছে কৃষিপণ্য
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৩:৫৮ PM , আপডেট: ২২ অক্টোবর ২০২৪, ০৩:৫৮ PM
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সড়ক পথে চাঁদাবাজিসহ হয়রানি বন্ধে কৃষিপণ্য পরিবহনে স্পেশাল ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টায় খুলনা থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো চালু হলো ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’।
এই ট্রেন চালুর পর কম খরচে দ্রুত কৃষিপণ্য পরিবহন করায় বাজারে পণ্যের দাম কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। প্রতি মঙ্গলবার খুলনা, বৃহস্পতিবার পঞ্চগড় ও শনিবার চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় যাতায়াত করবে এই স্পেশাল ট্রেন।
সাতটি লাগেজ ভ্যানের এই ট্রেনে কৃষিপণ্যের পাশাপাশি বাংলাদেশ রেলওয়ে কর্তৃক ঘোষিত পার্সেল পরিবহন করা হবে। এ ছাড়া এই স্পেশাল ট্রেনে রেফ্রিজারেটেড লাগেজ ভ্যানে পরিবহন করা হবে হিমায়িত মাছ, মাংস ও তরল দুধ। প্রতিকেজি পণ্য খুলনা থেকে ঢাকায় পরিবহনে খরচ হবে মাত্র ১ টাকা ৪৭ পয়সা। কম খরচে ঝামেলা মুক্ত পরিবহনে এই ট্রেন অনেক সহায়ক হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা বলছেন, কাচামাল আনা-নেওয়া সহজ হবে। খরচও বেশি হবে না। সবাই এই ট্রেনে মালামাল নিতে চাইছেন। কেননা এতে চাদা দেওয়া লাগে না।
কৃষিপণ্য স্পেশাল ট্রেন প্রতি মঙ্গলবার সকাল সোয়া ১০টায় খুলনা থেকে রওনা দিয়ে ঢাকায় পৌঁছাবে রাত পৌনে ১১টায়। যাত্রাপথে ট্রেনটি যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, ঈশ্বরদীসহ ১৫টি স্টেশন থেকে পণ্য পরিবহন করবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেলওয়ের রাজশাহী বিভাগের চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস বলেন, ‘যেসব জায়গায় কৃষিপণ্য বেশি উৎপাদিত হয়, সেসব জায়গায় বেশি স্টপেজ দেওয়া আছে। এটি পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। আগামীতে যদি কোনো জায়গায় চাহিদা তৈরি হয়, তাহলে স্টপেজ বাড়ানো হবে।’
কৃষিপণ্য স্পেশাল ট্রেনটির ধারণক্ষমতা ১৪০ টন। এই স্পেশাল ট্রেনে কম খরচে দ্রুত কৃষিপণ্য পরিবহন করায় বাজারে পণ্যের দাম অনেকটা কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।