মালদ্বীপকে ১৩ গোল দিল ভুটান

মালদ্বীপ
  © ফাইল ফটো

নারী সাফ চ্যাম্পিয়নশিপে আগের দিন ভারতকে হারিয়ে 'এ' গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। সাবিনারা এখন আছেন সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে কোন দল সেই অপেক্ষায়।

'বি' গ্রুপে আজ নিজেদের শেষ ম্যাচে ভুটান ১৩-০ গোলে হারিয়েছে মালদ্বীপকে। ভুটান নারী দলের কোন ম্যাচে সর্বোচ্চ গোল দেওয়ার রেকর্ড এটি। এর আগে ভুটানের বড় জয়টি ছিল ২০২২ সাফ চ্যাম্পিয়নশিপে, শ্রীলঙ্কাকে তারা হারিয়েছিল ৫-০ তে।

'বি' গ্রুপে নেপাল-শ্রীলঙ্কা ম্যাচ শুরু হবে ৫ টা ৪৫ মিনিটে। সেই ম্যাচের পর জানা যাবে বাংলাদেশের প্রতিপক্ষ কারা। 'বি' গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। 'এ' গ্রুপ থেকে রানার্সআপ হয়ে সেমিতে উঠেছে ভারত।