সমাবেশ শেষে ঢাবি ক্যাম্পাস পরিষ্কার করলেন মাদরাসা শিক্ষার্থীরা

রাজধানী
  © ফাইল ফটো

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছিলেন লাখো আলেম-ওলামা। তাদের সঙ্গে এসেছিলেন বিপুল সংখ্যক মাদরাসা শিক্ষার্থী। মঙ্গলবার (৫ নভেম্বর) সোহরাওয়াদী উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

তবে ধারণক্ষমতার বেশি সংখ্যক উপস্থিতি ও যথেষ্ট সুব্যবস্থা না থাকায় সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকা অপরিচ্ছন্ন হয়ে উঠে। আর তাই সমাবেশ শেষে দেশের বিভিন্ন স্থান থেকে আসা মাদরাসা শিক্ষার্থীরা অংশ নেন পরিচ্ছন্নতা কার্যক্রমে।

এদিকে সম্মেলনের জন্য বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীরা সমালোচনা করলেও এই উদ্যোগের প্রশংসা করেছে তাদের অনেকেই।

সমাবেশে অংশ নেওয়া ইমরান নামের একজন গণমাধ্যমকে জানান, সম্মেলনে বিশাল সংখ্যক জমায়েত হওয়ায় প্রাথমিকভাবে আমরা সুষ্ঠু পরিচালনা করতে পারিনি। তবে সম্মেলনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পরে থাকা পলিথিন, কাগজ, বোতলসহ বিভিন্ন আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করেছি। এই উদ্যোগে সাড়া দিয়ে অন্যান্য স্বেচ্ছাসেবীরাও আমাদের সাথে কাজ করেছেন।

আশরেফা খাতুন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ফেসবুকে পরিষ্কার কার্যক্রমের ছবি শেয়ার করে লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাবলীগের ছেলেরা নোংরা ক্যাম্পাস পরিষ্কারের কাজ করছে। দায় এড়িয়ে গেল না দেখে ভালো লাগলো। ক্যাম্পাস থেকে সমাবেশের লোকজন চলে যাওয়ার পরপরই কাজ শুরু করেছে। টিউশনে আসার সময় দেখে আসলাম। অগ্রগতি ভালোই।’

মুহাম্মদ ইয়াসিন হাসান শাকিল নামের একজন লিখেছেন, সুন্দর চিন্তা ও কর্ম! আপনার সুন্দর কর্মই ইসলামের দিকে দাওয়াহ হতে পারে। আচরণ এবং কাজ সুন্দর করা মানে আপনার ও ইসলামের গ্রহণযোগ্যতা তৈরি করা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্কিত ‘দ্য বিউটি অব ডিইউ ক্যাম্পস’ নামে একটি ফেসবুক পেজে মাদরাসা শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছনতার ছবি পোস্ট করা হয়েছে। এই ছবির ক্যাপশনে বলেছে, ‘সেন্ট্রাল লাইব্রেরি, টি.এস.সি., কলা ভবন, কার্জনহল ও এর আসে পাশের এলাকা পরিষ্কার করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাবলিগের সাথীরা।’