মোদির বক্তব্যের প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৫ PM , আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৫ PM
বাংলাদেশের মহান বিজয় দিবস নিয়ে নরেন্দ্র মোদির দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া ভারতকে জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, স্বাধীনতা দিবস নিয়ে নরেন্দ্র মোদির বক্তব্যের প্রতিক্রিয়া ভারতকে জানানো হবে। তবে মোদির বক্তব্য নিয়ে আইন উপদেষ্টা যে মন্তব্য করেছেন, সেটি তার ব্যক্তিগত মতামত।
এ সময় এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে সচেষ্ট বাংলাদেশ। আগামীকাল বুধবার (১৮ ডিসেম্বর) মিয়ানমার ইস্যুতে আলোচনা করতে থাইল্যান্ডে যাচ্ছি। এ সময় ডি-৮ সম্মেলনে বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হবে।
সেন্টমার্টিন প্রসঙ্গে তিনি বলেন, মিয়ানমারে যুদ্ধাবস্থা চলার কারণে সেন্টমার্টিনে যাওয়া-আসার রুট সাময়িক বদল হচ্ছে। পরবর্তীতে বিষয়টি ঠিক হয়ে যাবে।
প্রসঙ্গত, গতকাল বাংলাদেশের বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক পোস্টে ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে তাদের বিজয় হয়েছিল বলে উল্লেখ করেছেন। তার এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশের বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া জানানোর জন্য সরকারের ওপরে চাপ আসে। এরই পরিপ্রেক্ষিত পররাষ্ট্র উপদেষ্টা মোদির বক্তব্যের প্রতিক্রিয়া জানাবেন বলে জানিয়েছেন।