ভুল হলে নিউজ না করে আমাদেরকে জানান: সাংবাদিকদের সিইসি

সিইসি
  © ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন নির্বাচন কমিশনের যে কোনো ভুল হলে তা সংবাদ মাধ্যমে প্রচার না করে, বরং কমিশনকে অবহিত করার আহ্বান জানিয়েছেন। 

আজ রবিবার (০৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে ‘প্রশিক্ষকদের প্রশিক্ষণ’ অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এই বক্তব্য দেন।

সিইসি বলেন, “কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আমাদের কোনো ভুল হলে নিউজ না করে আমাদের জানাবেন। আমরা তা ঠিক করে নেব। সংবাদে প্রচার করার কী দরকার? সংবাদে প্রচার হলে সবার মধ্যে প্রশ্ন উঠবে। আমরা কি সেসব প্রশ্নের উত্তর দেব, না কি কাজ করে যাব?”

এ সময় তিনি আরও বলেন, “সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই আমাদের প্রধান লক্ষ্য। ভোটারদের বঞ্চনা দূর করতে চাই। আমাদের লক্ষ্য—জাতিকে একটি মুক্ত, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়া, যা এতদিন তারা পায়নি।” তিনি আরও বলেন, "বঞ্চিত ১৮ কোটি মানুষের কষ্ট দূর করার জন্য আমরা দায়িত্ব নিয়েছি, ইনশা আল্লাহ তাদের বঞ্চনা ঘোচাতে পারব।"

২০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া নতুন ভোটার তথ্য সংগ্রহের কর্মসূচি সফল করতে সিইসি সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি জানান, ধাপে ধাপে প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রায় পৌনে এক লাখ লোকবলের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন হবে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, “বর্তমানে আমরা একটি সংকটময় সময়ে আছি। নতুন সরকার ক্ষমতায় এসেছে, এবং বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। আমরাও এই কঠিন সময়ে নির্বাচন কমিশন হিসেবে কাজ করছি। আমাদের উপর দেশবাসীর প্রত্যাশা অনেক বেশি।” তিনি আরও বলেন, “বিভিন্ন সংস্কার কমিশন হয়েছে, এবং নতুন চাহিদার সঙ্গে খাপ খাওয়ার জন্য আইনি সংস্কার প্রয়োজন।”

এ এম এম নাসির উদ্দীন বলেন, "সব সংস্কারের সবচেয়ে বড় সংস্কার হলো নিজের আত্মাকে সংস্কার করা। যদি আমাদের মন মানসিকতায় সংস্কার না আসে, তাহলে কিছুই ভালো ফল বয়ে আনবে না।"