রাজধানীতে ছারপোকার ওষুধের গ্যাস ২ শ্রমিকের মৃত্যু!

ছারপোকা
  © ফাইল ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরে ছারপোকা মারার ওষুধের গ্যাসে ঘুমন্ত অবস্থায় দুই কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, আবু বক্কর সিদ্দিক নাঈম (২১) এবং মো. মোহন (১২)। তারা রেকসিন লেডিস ব্যাগ তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

আবু বক্কর সিদ্দিক নাঈম নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ৬ নং ওয়ার্ডের অজি উল্লাহর ছেলে এবং মো. মোহন একই জেলার আলাউদ্দিনের ছেলে। 

ডিএমপির কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুছা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল শনিবার (০৪ জানুয়ারি) দুপুরে সংবাদ পেয়ে পুলিশ কামরাঙ্গীরচর কয়লাঘাঁট শহিদুল্লাহর বাড়ির 'সাধন ভিলা'র নিচ তলার একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আজ রবিবার তাদের ময়নাতদন্ত হবে।

পুলিশ কর্মকর্তা মো. মুছা আরও জানান, ৩ জানুয়ারি রাতে ওই কারখানায় ছারপোকা তাড়ানোর জন্য বিভিন্ন স্থানে ওষুধ ছিটানো হয়েছিল। পরদিন রাতে দরজা-জানালা বন্ধ করে রুটি খেয়ে ঘুমাতে যায় তারা। ৪ জানুয়ারি দুপুর ১টার দিকে নাঈমের আত্মীয় রিয়াজ তাকে ডাকতে গেলে সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখতে পান দুইজন তোশকের ওপর পড়ে আছেন। এর পর পুলিশে খবর দেওয়া হয়।

ময়নাতদন্তের পরই এটি নিশ্চিত করা সম্ভব হবে যে, তাদের মৃত্যু ছারপোকা তাড়ানোর ওষুধের গ্যাসে হয়েছিল, না অন্য কোনো কারণে।