শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সেনাপ্রধান
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৭:৫৭ PM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫, ০৮:০৯ PM
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাসদস্যদের জন্য প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এ সময় তিনি ওই এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
রোববার (৫ জানুয়ারি) এসব কাজে অংশ নেন তিনি।
এছাড়া এদিন সকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় ৫৫ পদাতিক ডিভিশন আয়োজিত সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন- ২০২৪/২৫ প্রত্যক্ষ করেন।
অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানদের পাশাপাশি ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার, যশোর অঞ্চলসহ অন্যান্য সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাগণ এবং গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন।