নতুন পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে শেখ হাসিনার পলায়ন ও ২৪'র গণঅভ্যুত্থান

পাঠ্যবই
  © ফাইল ছবি

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ইতিহাস বিষয়ক পাঠ্যবইয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান বিষয়ক নতুন তথ্য যুক্ত করা হয়েছে। এর পাশাপাশি স্বাধীনতার ঘোষণা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়েও সংশোধন করা হয়েছে।

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান এবং শহীদ আবু সাঈদ ও মুগ্ধের উল্লেখ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত বেশ কিছু লেখা এবং গল্প পাঠ্যবই থেকে বাদ দেওয়া হয়েছে।

এ বছর ৪০ কোটি ১৫ লাখ ৬৭ হাজার ২০২টি বিনা মূল্যের পাঠ্যবই ছাপানো হবে। এর মধ্যে মাধ্যমিক স্তরের জন্য ৩০ কোটি ৯৫ লাখ ৪১ হাজার ৪৮৬টি এবং প্রাথমিক স্তরের জন্য ৯ কোটি ১৯ লাখ ৫৪ হাজার ৩৫৫টি বই রয়েছে। রাজনৈতিক পরিবর্তনের পর, অন্তর্বর্তী সরকার পুরোনো শিক্ষাক্রমের ভিত্তিতে পাঠ্যবই পরিমার্জনের সিদ্ধান্ত নেয়, যার ফলে ৬৯১টি বই পরিমার্জিত হয়েছে এবং ৪৪১টি বই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নবম ও দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে "আমাদের নতুন গৌরবগাঁথা" নামে একটি গদ্য যোগ করা হয়েছে, যা ২০২৪ সালের বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে লেখা। এতে ৫ আগস্ট এবং শেখ হাসিনার দেশত্যাগের ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। গদ্যটিতে ছাত্র-জনতার আন্দোলন এবং স্বৈরাচার সরকারের পতনের বর্ণনা রয়েছে।

সপ্তম শ্রেণির বাংলা বই থেকে গৌরীপ্রসন্ন মজুমদারের "শোন একটি মুজিবরের থেকে" এবং সুনির্মল বসুর "সবার আমি ছাত্র" কবিতা দুটি বাদ দেওয়া হয়েছে। তার পরিবর্তে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান নিয়ে হাসান রুবায়েতের কবিতা "সিঁথি" যোগ করা হয়েছে।

ষষ্ঠ শ্রেণির "চারুপাঠ" বইয়ে ২০২৪ সালের জুলাই আন্দোলনের পোস্টার যুক্ত করা হয়েছে, তবে পাকিস্তানি শাসক ইয়াহিয়া খানের বিরুদ্ধে কামরুল হাসানের বিখ্যাত চিত্রকর্ম বাদ দেওয়া হয়েছে। সেখানে নতুন পোস্টার হিসেবে গুলি করার একটি দৃশ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

পঞ্চম শ্রেণির "বাংলাদেশ ও বিশ্বপরিচয়" বইয়ে স্বাধীনতার ঘোষণা বিষয়ক লেখায় পরিবর্তন করা হয়েছে। সেখানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ছবির পাশাপাশি মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দেওয়ার ছবি এবং সংশোধিত বর্ণনা অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে বিষয়বস্তু হিসেবে বলা হয়েছে, ‘...এ রাতেই বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়। ২৬ শে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। এরপর তিনি ২৭ শে মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন।’

এছাড়া, পঞ্চম শ্রেণির "আমার বাংলা বই" থেকে লুৎফর রহমান রিটনের "ফেব্রুয়ারি গান" ছড়া বাদ দেওয়া হয়েছে এবং নতুনভাবে নির্মল বসুর কবিতা "সবার আমি ছাত্র" যোগ করা হয়েছে। তেমনি, "মাটির নিচে যে শহর" গদ্যটি বাদ দিয়ে "আমরা তোমাদের ভুলব না" নামক গদ্যটি যুক্ত করা হয়েছে। এই গদ্যে শহীদ তিতুমীর, শহীদ প্রীতিলতা, শহীদ আমানুল্লা মো. আসাদুজ্জামান, শহীদ মতিউর রহমান মল্লিক, শহীদ সার্জেন্ট জহুরুল হক, শহীদ অধ্যাপক ড. মুহম্মদ শামসুজ্জোহার পরে যুক্ত করা হয়েছে শহীদ নূর হোসেন, শহীদ ডা. মিলন, শহীদ নাসির উদ্দিন জেহাদের নাম। এরপর যুক্ত করা হয়েছে ২০২৪ সালে ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদ ও শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের নাম।

দ্বিতীয় শ্রেণির বাংলা বইয়ে "পহেলা বৈশাখ" গল্পের নাম পরিবর্তন করে "নববর্ষ" রাখা হয়েছে এবং বৈশাখের অন্যান্য উপকরণের ছবি ব্যবহার করা হয়েছে। মঙ্গল শোভাযাত্রা বা পহেলা বৈশাখের শোভাযাত্রার ছবি বাদ দিয়ে বৈশাখের অন্য সব উপকরণের ছবি ব্যবহার করা হয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ‘সোনার ছেলে’ গল্প বাদ দিয়ে যুক্ত করা হয়েছে ‘দুখু মিয়ার জীবন’ গল্পটি। এই বইয়ে নতুন যুক্ত করা হয়েছে ‘সিংহ আর ইঁদুরের গল্প’।

এ ব্যাপারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান বলেন, "পাঠ্যবই পরিমার্জনে আমরা নির্মোহ ইতিহাসকে গুরুত্ব দিয়েছি এবং অতি বন্দনা পরিহার করেছি।"