ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ক্রিকেট লিগ ২০২৫
- Online Desk
- প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৩:১৭ PM , আপডেট: ২০ জানুয়ারি ২০২৫, ০৭:২৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং সামাজিক সংগঠন ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড প্রথমবারের মতো আয়োজন করেছে প্রিমিয়ার ক্রিকেট লিগ ২০২৫, যা ছিল একদিনব্যাপী রোমাঞ্চকর এবং আনন্দঘন এক ক্রীড়া উৎসব।
১৮ জানুয়ারি ২০২৫, পূর্বাচলের লেকপুরি ক্রিকেট মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে ছয়টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার শেষ মুহূর্তগুলো দর্শকদের মুগ্ধ করে তুলেছিল। দিনের শেষে, ম্যানেজমেন্ট ডমিনেটর্স তাদের অসাধারণ দক্ষতা ও দলগত প্রচেষ্টার মাধ্যমে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, ম্যানেজমেন্ট গ্ল্যাডিয়েটর্স রানার-আপ হয়ে ফাইনাল ম্যাচটিকে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলে।
বিশেষভাবে, যুবায়ের মোহাম্মদ মেহদাদ রিকি তার অসাধারণ পারফরম্যান্সের জন্য সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার লাভ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট মুকলেসুর রহমান, এবং অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক ও ক্লাবের সম্মানিত উপদেষ্টা এবং আজীবন সদস্য গাজী আশরাফ হোসেন লিপু।
অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে, গাজী আশরাফ হোসেন লিপু বলেন,
"এমন আয়োজন শুধু প্রতিভার বিকাশেই নয়, বরং একতার বন্ধন দৃঢ় করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।"
ক্লাব প্রেসিডেন্ট মুকলেসুর রহমান বলেন,
"ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড ক্রীড়া ও বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দলগত চেতনা, উৎকর্ষতা এবং একতা গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে। এই টুর্নামেন্ট আমাদের দলের অঙ্গীকার এবং সমর্থকদের ভালোবাসার একটি উদাহরণ। আমরা চ্যাম্পিয়ন ম্যানেজমেন্ট ডমিনেটর্সকে অভিনন্দন জানাই এবং অংশগ্রহণকারী সকল দলের প্রচেষ্টাকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই।"
টুর্নামেন্টটির সুষ্ঠু আয়োজনের জন্য ক্লাবের ক্রীড়া সম্পাদক মো. আসিফুর রহমান খান এবং সহকারী ক্রীড়া সম্পাদক মো. রেজাউল করিম এর ভূমিকা ছিল অনন্য।
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড তাদের সকল সদস্য, অংশগ্রহণকারী এবং সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং ভবিষ্যতে আরও বৃহৎ এবং সৃজনশীল আয়োজন করার প্রতিশ্রুতি ব্যক্ত করছে।