সংস্কার সংক্ষিপ্ত পরিসরে হলে ২০২৫ সালের শেষে নির্বাচন: প্রধান উপদেষ্টা
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০৮:০৬ AM , আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫, ০৮:০৬ AM

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, যদি সংক্ষিপ্ত সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হয়, তবে ২০২৫ সালের শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে, যদি জনগণ বড় পরিসরের সংস্কার চায়, তবে আরও ছয় মাস সময় লাগতে পারে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে ‘আ কনভারসেশন উইথ মুহাম্মদ ইউনূস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস জানান, জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা কী ধরনের সংস্কার চান—ছোট নাকি বড় ধরনের। বড় ধরনের সংস্কার হলে নির্বাচন হবে ২০২৬ সালের মাঝামাঝি, আর সংক্ষিপ্ত সংস্কার হলে নির্বাচন এ বছরের শেষের দিকে অনুষ্ঠিত হবে। এভাবে তারা নির্বাচনের পরিকল্পনা করছেন।
তিনি আরও বলেন, সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে এবং ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের জন্য জুলাই চার্টার তৈরি করা হবে। জনগণের মতামত জানার পরই নির্বাচন অনুষ্ঠিত হবে।
ড. ইউনূস তরুণদের মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম হিসেবে অভিহিত করে বলেন, তরুণদের উচিত পুরনো প্রজন্মের ভুল অনুসরণ না করা। এছাড়া, তিনি ভোটার হওয়ার বয়স ১৮ এর পরিবর্তে ১৬ বছর করার পরামর্শ দেন, কারণ, তার মতে, ১৬ বছর বয়সের তরুণরা যথেষ্ট পরিণত এবং ১৬ ও ১৮ বছর বয়সের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই।