পুলিশের শতকরা ৮০ জন ছাত্রলীগের আদর্শ ধারণ করে: আসিফ নজরুল
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ০৯:৪২ PM , আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫, ০৯:৪২ PM

অন্তর্ত্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আজ রবিবার (২৬ জানুয়ারি) জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত এক প্রকাশনা অনুষ্ঠানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বর্তমানে পুলিশের শতকরা ৮০ জন সদস্যই আওয়ামী লীগের আমলের কর্মী, যারা এখনো ছাত্রলীগের আদর্শ ধারণ করছেন এবং তাদের পক্ষ থেকে সরকারী কাজকর্ম পরিচালিত হচ্ছে না।
তিনি আরও বলেন, বিপ্লব পরবর্তী যেসব সমস্যা থাকে, সরকার তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। গণঅভ্যুত্থান নিয়ে দেশে ঐক্য ছিল, এবং সেই ঐক্য ভবিষ্যতেও বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে ফেসবুকে নিজের পোস্টে আসিফ নজরুল বলেন, গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের বিএনপির সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি বা দূরত্ব হওয়া উচিত নয়। তিনি মন্তব্য করেন, এই ধরনের বিভ্রান্তি গণহত্যাকারী আওয়ামী লীগের নেতাকর্মীদের আরও বেশি বেপরোয়া করে তুলতে পারে।
তিনি আরও জানান, তার জানা অনুযায়ী, বিএনপি কোনো ষড়যন্ত্রে জড়িত নয় এবং তারা ১/১১ ধরনের কোনো পরিকল্পনা করছে না। ছাত্রনেতারা সরকারের অংশ হিসেবে কোনো নতুন রাজনৈতিক দল গঠনের পক্ষে নয়। তারা জুলাই ঘোষণাপত্রকে একটি রাজনৈতিক দলিল হিসেবে দেখতে চান এবং ছাত্রনেতারা যথাযথভাবে গণঅভ্যুত্থানের শক্তির মতামত প্রতিফলিত করার চেষ্টা করছেন। বিএনপি এবং ছাত্রনেতারা নির্বাচনী বৃহত্তর সমঝোতার ব্যাপারে আগ্রহী, তবে তা আলোচনার ভিত্তিতে।
অবশেষে, আসিফ নজরুল বলেন, গণহত্যায় জড়িতরা বিপুল পরিমাণ টাকা, শক্তিশালী প্রচারণা নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক সমর্থন পেয়ে গেছেন। তাদের বিরুদ্ধে কিছু করার জন্য, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ছাত্রদের আত্মত্যাগ স্মরণ করে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।