শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে তারা সমস্যার সমাধান সুনিশ্চিত করেছেন। এ বিষয়ে ২৮ জানুয়ারি রাতে ফেসবুকে একটি পোস্ট দিয়ে হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, রেল কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে তারা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। পোস্টে তিনি একটি ছবি শেয়ার করেছেন, যেখানে বিএনপির নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাসও উপস্থিত ছিলেন।
রাত সোয়া ২টায় হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লিখেছেন, "রেল কর্মকর্তা ও কর্মচারীদের ধর্মঘট প্রত্যাহার। শ্রমিক নেতাদের সঙ্গে আমরা রেলের কর্মকর্তা ও কর্মচারীদের সমস্যার সমাধান করতে রেল উপদেষ্টার সঙ্গে দেখা করেছি।" এর পরবর্তী সময়ে, ২টা ৩০ মিনিটে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এদিকে, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ৪ নম্বর মিন্টু রোড বাসায় রাতেই আন্দোলনরত রেলের রানিং স্টাফ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে উপস্থিত ছিলেন শামসুর রহমান শিমুল বিশ্বাস।
পরে, রাত আড়াইটার দিকে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান জানান, উপদেষ্টা মহোদয় বুধবারের মধ্যে তাদের সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছেন এবং তাদের ধর্মঘট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন।
রাত পৌনে ৩টার দিকে সাইদুর রহমান জানান, উপদেষ্টা তাদের আশ্বস্ত করেছেন যে, আজকের মধ্যে (বুধবার) তাদের দাবির প্রজ্ঞাপন জারি হবে। এই আশ্বাসে তারা কর্মবিরতি প্রত্যাহার করেছেন এবং ট্রেন চলাচল রাত থেকেই শুরু হবে।