জুলাই আন্দোলনে আহতদের একাংশ সড়কে; সুচিকিৎসার দাবি
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৮ PM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৮ PM
-10235.jpg)
রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবন থেকে শুরু করে টিবি হাসপাতালের রাস্তায় অবস্থান নিয়েছেন জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহত একদল ব্যক্তি। সুচিকিৎসা, পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে এই অবস্থান ও বিক্ষোভ করছেন তারা। আজ রবিবার (০২ ফেব্রুয়ারি) সকালে এই দৃশ্য দেখা যায়। গতকাল শনিবার সন্ধ্যা থেকে সেখানে অবস্থান করছেন তারা।
বিক্ষোভকারীরা আগারগাঁওয়ের রাজস্ব ভবন, ২৫০ শয্যার টিবি হাসপাতাল এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সামনে অবস্থান নিয়েছেন, ফলে এসব এলাকার সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। রোগী বা অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেওয়া হলেও সাধারণ যানবাহন চলাচল করা যাচ্ছে না, যার ফলে আশপাশে যানজটের সৃষ্টি হয়েছে।
এদের মধ্যে অনেকেই অভিযোগ করছেন, তারা যথাযথ চিকিৎসা পাচ্ছেন না। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে তারা বিক্ষোভ শুরু করেন, যা রাত পর্যন্ত চলতে থাকে। বেলা ১১টা পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের অবস্থান সমাধান করার জন্য কেউ আসেনি।
জুলাই-আগস্ট আন্দোলনের সময় চোখে গুলিবিদ্ধ এক বিক্ষোভকারী বলেন, চিকিৎসার জন্য বারবার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে গিয়েও শুধু ব্যথানাশক ও ড্রপ দেওয়া হয়েছে, কিন্তু তার সঠিক চিকিৎসা করা হচ্ছে না। একই অবস্থা অন্যান্য বিক্ষোভকারীদেরও। তাদের অনেকের চোখে গুরুতর আঘাত রয়েছে, তবে সুচিকিৎসা না পাওয়ার অভিযোগে তারা ক্ষুব্ধ।
বিক্ষোভকারীরা আরও জানান, জুলাই ফাউন্ডেশন থেকে সহায়তা পাওয়ার প্রক্রিয়া অত্যন্ত ধীর গতিতে চলছে, যা তাদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। তারা দাবি করছেন, তাদের সুচিকিৎসা দিতে হবে, এবং প্রয়োজনে বিদেশে পাঠানো উচিত। এছাড়া, আন্দোলনে তাদের অবদানের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতিও দাবি করছেন তারা।
আরেক বিক্ষোভকারী জানান, তিন মাস আগে সরকারের পক্ষ থেকে সুচিকিৎসার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনও তা বাস্তবায়িত হয়নি। বর্তমানে, তারা সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা পাচ্ছেন না।