ধ্বংসস্তুপ ধানমন্ডি ৩২; সকালেও চলছে ভাঙার কাজ
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৯ AM , আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৪ AM

ইতোমধ্যেই ধ্বংসস্তুপে পরিণত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি। রাতভর ভাঙচুরের পর সকালেও বাড়িটির অবশিষ্ট অংশও ভাঙার কাজ চলছে।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে এ চিত্র । বাড়ির সামনের অংশে তিনতলা পর্যন্ত অনেকটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভাঙচুরে অংশ নেওয়া কয়েকজন বলছেন, ভবনের বাকি অংশ ভেকু দিয়ে ভেঙে সমতল না করা পর্যন্ত তাদের কাজ চলবে।
যারা রাতে সেখানে ছিলেন, তাদের অনেককেই সকালেও বাড়িটির সামনে দেখা গেছে। ফজরের নামাজের পর থেকেও অনেককেই ৩২ নম্বরের বাড়িটির দিকে যেতে দেখা যায়। সেখানে জড়ো হওয়া কয়েকজন বলেছেন, স্বৈরাচারের কোনো চিহ্ন তারা রাখতে চান না। ভবনের বড় অংশ ভাঙার সঙ্গে সঙ্গে উল্লাস করতেও দেখা গেছে তাদেরকে।
সকালে ক্রেন ও এক্সকাভেটর দিয়ে যখন ধ্বংসপ্রাপ্ত বাড়িটির অবশিষ্ট অংশ ভাঙতে দেখা গেছে, সেই মুহূর্তে বাড়ির কিছু জায়গায় আগুন জ্বলতেও দেখা গেছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। এ ঘোষণাকে কেন্দ্র করে গতকাল দিনভরই সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা চলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক ছাত্র-জনতা ও অনলাইন অ্যাকটিভিস্ট ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে ‘বুলডোজার মিছিল’ এবং ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচির ডাক দেন। এরপর সন্ধ্যা থেকেই সেখানে ছাত্র-জনতা উপস্থিত হতে থাকে। রাত আটটার দিকে শুরু হয় ভাঙা কর্মকাণ্ড।