কোনো অপরাধীকে মাঠে-ময়দানে দেখতে চান না স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা
  © ফাইল ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী কোনো অপরাধীকে মাঠে-ময়দানে দেখতে চান না বলে হুঁশিয়ারি দিয়েছেন।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজারবাগে মানবাধিকার ও পরিবেশ আইন নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি এ হুঁশিয়ারি দেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অপারেশন ডেভিল হান্ট পরিচালনার জন্য জেলা পর্যায়ে ডিসি ও পুলিশ সুপার সমন্বয় করবেন। কোনো অপরাধীকে মাঠে, ময়দানে দেখতে চাই না। তাদের বিচারের আওতায় আনতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কোনভাবেই যেন কোনো সন্ত্রাসী জামিন না পান। বিচার বিভাগ ও আইনশৃংখলা বাহিনী সমন্বয়ের দেশ থেকে সন্ত্রাসীদের মূল উৎপাটন করা সম্ভব।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত শনিবার সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্টে’ নামে অভিযান শুরু করে যৌথ বাহিনী। এতে গ্রেপ্তার করা হয়েছে অনেককে।