উপদেষ্টা ফরিদা আখতার

শহীদদের স্মরণে রেখে এ বছর ভ্যালেন্টাইন দিবসে যেন তামাশা না হয়

ভ্যালেন্টাইন
  © ফাইল ছবি

ফেব্রুয়ারি মাস আসলেই ভ্যালেন্টাইন দিবস নিয়ে প্রেমিক-প্রেমিকাদের আগ্রহ থাকে তুঙ্গে। শুধু প্রেমিক-প্রেমিকাই নয়, দিবসটি নিয়ে নানান পরিকল্পনা সাজাতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার ও বিভিন্ন বয়সী মানুষ। এ নিয়ে অনেক আপত্তিকর খবরও সামনে আসে। তবে এ বছর ভ্যালেন্টাইন দিবস পালন না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। মঙ্গলবার উপদেষ্টা ফরিদা আখতার তাঁর ফেসবুক পোস্টে এ আহ্বান জানান।

ফেসবুকের ওই পোস্টে তিনি লিখেছেন, ‘জুলাই-আগস্ট শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রেখে এ বছর যেন কোনো ভ্যালেন্টাইন দিবসের তামাশা না হয়।’

একটি নির্দিষ্ট দিনে ভ্যালেন্টাইন'স ডে পালনের বিষয়টি বেশ প্রাচীনকালের ঐতিহ্য, যা রোমান উৎসব থেকে উদ্ভূত বলে মনে করা হয়। বিশ্বের প্রথম ভ্যালেন্টাইন'স ডে ছিল ৪৯৬ সালে। রোমানদের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে লুপারকালিয়া নামে একটি উৎসব ছিল-আনুষ্ঠানিকভাবে তাদের বসন্ত মৌসুম শুরু হওয়ার সময়।

উদযাপনের অংশ হিসাবে ছেলেরা একটি বাক্স থেকে মেয়েদের নাম লেখা চিরকুট তোলেন। যে ছেলের হাতে যেই মেয়ের নাম উঠত, তারা দুজন ওই উৎসব চলাকালীন সময়ে বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড থাকতেন বলে মনে করা হয়। অনেক সময় ওই জুটিই বিয়েও সেরে ফেলতেন। পরবর্তী সময়ে, গির্জা এই উৎসবটিকে খ্রিস্টান উৎসবে রূপ দিতে চেয়েছিল।

একইসাথে সেন্ট ভ্যালেন্টাইনের স্মরণে এই উৎসব উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ধীরে ধীরে সেন্ট ভ্যালেন্টাইনের নামটি মানুষের কাছে পরিচিত হয়ে উঠতে শুরু করে। আর মানুষ তার ভালবাসার মানুষের কাছে নিজের অনুভূতি প্রকাশের জন্য এই নামটি ব্যবহার করা শুরু করে।