পরিবেশ উপদেষ্টা
ঢাকায় অতিরিক্ত মানুষের চাপ সহ্য করার ক্ষমতা নেই
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৬ AM , আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৬ AM

ঢাকাতে আর বেশি লোক আসতে দেওয়া সম্ভব না বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এত লোকের ভার তো ঢাকা নিতে পারবে না। ঢাকায় অতিরিক্ত মানুষের চাপ সহ্য করার ক্ষমতা নেই।
সম্প্রতি এক মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, একটি টাস্কফোর্স রিপোর্ট অনুযায়ী, ঢাকা ইতোমধ্যেই বাসযোগ্যতা হারিয়েছে। এ বিষয়ে আগেও বিদেশি রিপোর্ট প্রকাশিত হয়েছিল, তবে বাস্তবতা হলো দেশের ভেতর থেকেই আমরা টের পাচ্ছি যে রাজধানী বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।
উপদেষ্টার মতে, প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করতেই হবে, এ বিষয়ে কোনো বিকল্প নেই। জনসংখ্যার চাপে ঢাকা ইতোমধ্যেই এক অস্বাভাবিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।
পরিবেশ উপদেষ্টা বলেন, যত আধুনিক যানবাহন ও ট্রাফিক ব্যবস্থাই গড়ে তোলা হোক না কেন, অতিরিক্ত জনসংখ্যার ভার এই নগরী বহন করতে পারছে না। বিশ্বের জনবহুল শহরগুলোর মধ্যে ঢাকার স্থান অন্যতম, তবে এত ঘনবসতিপূর্ণ রাজধানী আর কোথাও আছে কি না, তা নিশ্চিত নয়।
তিনি আরও বলেন, রাজউক ‘লিভেবল ঢাকা’ নামে একটি প্রকল্প হাতে নিয়েছে, যেখানে বিভিন্ন পেশাজীবী ও বিশেষজ্ঞদের দায়িত্ব দেওয়া হয়েছে নগরীর প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ নির্ধারণের জন্য। এটি বাস্তবায়িত হলে ঢাকার বাসযোগ্যতা ফিরিয়ে আনার সম্ভাবনা তৈরি হবে।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অধিক জনসংখ্যার চাপ থেকে ঢাকাকে রক্ষা করতে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে, তা না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।