সাভারে পোশাক কারখানার গোডাউনে আগুন
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪২ PM , আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪২ PM

এবার সাভারের পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ নামে একটি পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাভার ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সাভারের পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজের একটি গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, সকালে বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে ওই কারখানার একটি গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার ট্যানারি ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ৫টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে।