ছিনতাই রোধে মোহাম্মদপুরে মশাল মিছিল
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৮ AM , আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৮ AM

ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তাণ্ডব বেড়ে যাওয়ায় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গত কয়েকদিন ধরে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন। এ পরিস্থিতির প্রতিবাদ হিসেবে মোহাম্মদপুর থানার সামনে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে স্থানীয় ছাত্র-জনতা। তারা মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণ দাবি করে ৪৮ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নিতে পুলিশের প্রতি আল্টিমেটাম দিয়েছে। অন্যথায়, তারা পুলিশ সদর দফতর বরাবর লং মার্চের ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তা মোড় থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে এসে শেষ হয়। এই মিছিলে স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যে ক্ষোভ ছিল তীব্র।
মিছিলের অংশগ্রহণকারীরা জানান, গত কিছুদিন ধরে মোহাম্মদপুরে ছিনতাই, কিশোর গ্যাং, চাঁদাবাজি এবং অন্যান্য অপরাধের পরিমাণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে, তারা অভিযোগ করেন, মোহাম্মদপুর থানার ওসি এই সমস্যা মোকাবিলায় কোনও কার্যকর ভূমিকা রাখছেন না। তাদের দাবি, যেসব ঘটনা ঘটছে তার বিরুদ্ধে পুলিশ নীরব, যার ফলে জনমনে অবিশ্বাস সৃষ্টি হয়েছে।
মোহাম্মদপুরের এক বাসিন্দা বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে। আমরা দেখছি, অলিতে-গলিতে ছিনতাই ও কিশোর গ্যাং সদস্যরা অস্ত্র নিয়ে হামলা করছে। কিন্তু থানার ওসি কোনও ব্যবস্থা নিচ্ছেন না। তার অপসারণ ছাড়া এই পরিস্থিতি ঠিক হবে না।
আরেক বাসিন্দা বলেন, এতটুকু পুলিশ থানা এলাকায় থাকার পরও তারা কোনও ধরনের সহায়তা দিচ্ছে না। কিশোর গ্যাং বা ছিনতাইকারীরা হামলা করলে পুলিশ কোনও প্রতিরোধ করছে না। আমরা চাই, ৪৮ ঘণ্টার মধ্যে ওসিকে অপসারণ করা হোক।
বিক্ষুব্ধ ছাত্র-জনতা মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি শেষ করে ওসির অপসারণের জন্য পুলিশের প্রতি তাদের দাবির ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে। তারা জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টায় পুলিশ সদর দফতর থেকে পদক্ষেপ না নেওয়া হলে, তারা লং মার্চের ঘোষণা দেবেন।
মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির এই অবনতির জন্য ছাত্র-জনতা পুলিশের অবহেলাকে দায়ী করে দ্রুততম সময়ে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।