ছিনতাইকারী নন, পরকীয়ার জেরেই কেরানীগঞ্জে নারীর মৃত্যু: পুলিশ

কেরানীগঞ্জ
  © সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারীর মৃত্যুর ঘটনা ঘটেনি। পরকীয়া প্রেমিকের বটির কোপে মৃত্যু হয়েছে সীমা বেগম নামের ওই নারীর। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় পরকীয়া প্রেমিক ইমাম হোসেনকে আটক করা হয়েছে।

তিনি জানান, নিহত নারী সীমা বেগমের সঙ্গে ইমাম হোসেনের পরকীয়া সম্পর্ক ছিল। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে সীমা বেগমের বাসায় আসেন ইমাম। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বটি দা দিয়ে সীমা বেগমে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে ইমাম হোসেন। 

তিনি আরো জানান, খবর পেয়ে সীমা বেগমকে উদ্ধার করে মিডফোর্ট হাসপাতালে পাঠানো হলে সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, স্থানীয়দের সহযোগিতায় ইমাম হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।