আজ সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী
- মোমেন্টস রিপোর্ট
- প্রকাশ: ২২ জুন ২০২২, ০৯:০৪ AM , আপডেট: ২২ জুন ২০২২, ১২:২৪ PM

আজ বুধবার (২২ জুন) সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী আগামী ২৫ জুন দীর্ঘ প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করবেন। এর আগে গতকাল মঙ্গলবার (২১ জুন) বন্যাকবলিত সিলেট, নেত্রকোনা এবং সুনামগঞ্জ জেলা পরিদর্শন করেন। এরপর তিনি সিলেট সার্কিট হাউজে বক্তব্য রাখেন এবং বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন।