আদমশুমারি ও গৃহগণনা ২০২২
বিবাহ বিচ্ছেদে শীর্ষে রাজশাহী
- মোমেন্টস রিপোর্ট
- প্রকাশ: ২৭ জুলাই ২০২২, ০২:৪৪ PM , আপডেট: ২৭ জুলাই ২০২২, ০২:৪৪ PM

জনশুমারির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিবাহ বিচ্ছেদে দেশের মধ্যে শীর্ষে রয়েছে রাজশাহী বিভাগ। সেখানে এর হার দশমিক ৬১ শতাংশ। আর অবিবাহিত বেশি রয়েছে সিলেটে। সেখানে এই হার ৩৭ দশমিক ৭৭ শতাংশ।
আজ বুধবার প্রকাশিত জনসংখ্যা ও আবাসন শুমারি-২০২২ এর প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, দেশের মোট জনসংখ্যা বিবেচনায় বিবাহ বিচ্ছেদের হার (তালাকপ্রাপ্ত) দশমিক ৪২ শতাংশ, বিবাহিতের হার ৬৫ দশমিক ২৬, অবিবাহিতের হার ২৮ দশমিক ৬৫ শতাংশ, বিধবা বা বিপত্নীকের হার ৫ দশমিক ৩১ শতাংশ এবং দাম্পত্য বিচ্ছিন্নের হার দশমিক ৩৭ শতাংশ।
অন্যান্য বিভাগে বিবাহ বিচ্ছেদের হার বরিশালে দশমিক ২৯ শতাংশ, চট্টগ্রামে দশমিক ৩০ শতাংশ, ঢাকায় দশমিক ৪০ শতাংশ, খুলনায় দশমিক ৫৫ শতাংশ, ময়মনসিংহে দশমিক ৪০ শতাংশ, রংপুরে দশমিক ৩৮ শতাংশ ও সিলেটে দশমিক ৪৩ শতাংশ।
অবিবাহিতের হার বরিশালে ২৭ দশমিক ২০ শতাংশ, চট্টগ্রামে ৩২ দশমিক ৫৭ শতাংশ, ঢাকায় ২৮ দশমিক ৯৩ শতাংশ, খুলনায় ২৪ দশমিক ৫২ শতাংশ, ময়মনসিংহে ২৭ দশমিক ৭৫ শতাংশ, রাজশাহীতে ২৪ দশমিক ৩৮ শতাংশ ও রংপুরে ২৫ দশমিক ৭৮ শতাংশ।