রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৬৪
- মোমেন্টস রিপোর্ট
- প্রকাশ: ০৭ আগস্ট ২০২২, ১০:২৩ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২২, ১০:২৩ AM

রাজধানীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এ সময় তাদের কাছ থেকে ১৮ হাজার ২৭৪ পিস ইয়াবা, ২১৪ গ্রাম হেরোইন, ৩৪ কেজি ৬৪৫ গ্রাম গাঁজা, ২৯২ বোতল ফেনসিডিল ও ৬টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
শনিবার (৬ আগস্ট) ভোর ৬টা থেকে রবিবার (৭ আগস্ট) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫ টি মামলা রুজু হয়েছে।