হাজারীবাগের বটতলা বাজার বস্তিতে আগুন
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ৩১ আগস্ট ২০২২, ০৭:১০ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২২, ০৭:২৯ PM

রাজধানীর হাজারীবাগের বটতলা বাজার এলাকার একটি বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদারের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বটতলা বাজার এলাকার একটি বস্তিতে ছোট ছোট ১৫-১৬টি ঘরে অগ্নি দুর্ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট।