বাস টার্মিনালে ক্রিকেট খেলছেন খুলনার পরিবহন শ্রমিকরা

বাস
  © সংগৃহীত

পরিবহন ধর্মঘটের কারণে সীমাহীন দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। শুক্রবার সকাল থেকে খুলনায় কোনো গাড়ি প্রবেশ এবং সেখান থেকে বিভিন্ন রুটে কোনো গাড়ি ছেড়ে যায়নি, সেজন্য ইজিবাইক, ভ্যানে করে যাতায়াত করছেন অনেকেই। সেগুলোও পর্যাপ্ত না থাকায় অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন।

এর মধ্যে সকালে নগরের সোনাডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনাল চত্বরে গিয়ে দেখা যায়, সেখানে ক্রিকেট খেলছেন পরিবহন শ্রমিকরা।

শ্রমিকরা জানান, বাস চলাচল বন্ধ। তাদের কোনো কাজ নেই, তাই তারা ক্রিকেট খেলে সময় পার করছেন। অবসর পেলে মাঝেমধ্যেই তারা এভাবে ক্রিকেট খেলেন।

এ বিষয়ে এনা পরিবহনের এক সেলস এক্সিকিউটিভ বলেন, এভাবে খেলাধুলার সময় খুব কমই পাওয়া যায়। যখন পরিবহন বন্ধ থাকে, শুধু তখনই তারা খেলতে পারেন।

এদিকে শুক্রবার সকাল ৬টা থেকে খুলনায় দুই দিনের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ২৩ অক্টোবর সকাল ছয়টা থেকে গণপরিবহন চালু হবে।


মন্তব্য