ঘূর্ণিঝড় সিত্রাং: সেন্টমার্টিনে ১৩ ট্রলার ডুবি

সমুদ্র
  © ফাইল ফটো

ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাব পড়তে শুরু করেছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে। প্রবল বেগে বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া। এরফলে বেশকিছু গাছপালা ভেঙে যান ও চলাচলে ব্যাঘাত ঘটেছে। ডুবে গেছে ঘাটে নোঙর করা ১৩ টি ফিশিং ট্রলার। এরমধ্যে একটি মানুষ পারাপারের বোটও রয়েছে।

অন্যদিকে সকাল থেকেই জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ফুট বৃদ্ধি পেয়েছে দ্বীপে। কিছু কিছু জায়গায় পানিও ঢুকার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় আব্দুল মালেক জানান, এমন অবস্থা চলতে থাকলে শীঘ্রই খাদ্য সংকট দেখা দেবে দ্বীপে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানিয়েছেন, গাছপালা ভেঙে পড়ার কারণে প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে কয়েকটি ট্রলারও ডুবে গেছে। লোকজনকে নিরাপদে রাখার জন্য স্বেচ্ছাসেবকদের সহায়তায় কাজ চলছে।

সমুদ্র বেষ্টিত সেন্টমার্টিনে আটকা পড়া ৪ শতাধিক পর্যটককে পর্যটকবাহী জাহাজের মাধ্যমে গতকাল রাতে ফিরিয়ে আনা হয়। এই মুহূর্তে সেখানে কোনো পর্যটক আটকা নেই বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে দ্বীপে প্রাণহানি ঠেকাতে তারা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।


মন্তব্য


সর্বশেষ সংবাদ