সাভারে ছুরিকাঘাতে এসি ল্যান্ড আহত

জাবি
  © ফাইল ছবি

ঢাকার সাভারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এসি ল্যান্ড আবু বকর সিদ্দিক গুরুতর আহত হয়েছেন। তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে সাভারের সিঅ্যান্ডবি এলাকায় এ ঘটনা ঘটে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা এ খবরের সত্যতা নিশ্চিত করেন।

আহত আবু বকর সিদ্দিক পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এসি ল্যান্ড হিসেবে কর্মরত। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাকুড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে

আরো পড়ুন: বিশ্বের জনসংখ্যা এখন ৮০০ কোটি

জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে সাভারের সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড এলাকায় বাস থেকে নামার পর আবু বকর সিদ্দিক হেঁটে যাচ্ছিলেন। এ সময় চার থেকে পাঁচজন তাঁর পথ রোধ করে। এরপর তাকে ছুরিকাঘাত করে তার কাছ থেকে টাকাপয়সা ও মুঠোফোন নিয়ে নেয়। দুর্বৃত্তরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সীমানাপ্রাচীরের দেয়াল টপকে পালিয়ে যায়। পরে স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আরো পড়ুন: স্বামীকে বশ করতে গিয়ে স্ত্রী খোয়ালেন ৭৫ লাখ টাকা

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক উজ্জ্বল হোসেন বলেন, ওই ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার বুক, পেট ও হাতে পাঁচটি জখম পাওয়া গেছে। তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, গুরুতর আহত এসিল্যান্ডকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি তদন্তের পাশাপাশি ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি। 


মন্তব্য


সর্বশেষ সংবাদ