পিবিআইতে দুরন্ত বিপ্লব হত্যা মামলার তদন্ত
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৩ নভেম্বর ২০২২, ০৭:৩০ PM , আপডেট: ২৩ নভেম্বর ২০২২, ০৭:৩০ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কৃষি খামারি দুরন্ত বিপ্লব হত্যা মামলার তদন্তভার পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) দেয়া হয়েছে।
২১ নভেম্বর পুলিশ সদর দপ্তরের এডিশনাল ডিআইজি (ক্রাইম রেঞ্জ) মহিউল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে মামলাটি নৌ-পুলিশ থেকে পিবিআইতে হস্তান্তর করা হয়েছে।
পিবিআই’র এক কর্মকর্তা বলেন, ‘মামলাটির তদন্তভার হস্তান্তরের আদেশ আজ (বুধবার) আমরা পেয়েছি। দ্রুত সময়ের মধ্যেই মামলার নথিপত্র আমাদের কাছে আসবে।’
এর আগে ১৬ নভেম্বর মামলাটি নৌ-পুলিশ থেকে পিবিআইতে হস্তান্তরের জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর আবেদন করেন দুরন্ত বিপ্লবের ছোট বোন শাশ্বতী বিপ্লব।
আবেদনের কারণ হিসেবে তখন শাশ্বতী বলেন, ‘দুরন্ত বিপ্লবের কোনো শত্রুর খবর পাওয়া যায়নি। পরিবার, বন্ধু বা যারা দুরন্ত বিপ্লবকে চেনেন তারা কেউই কোনো শত্রুর সূত্র দিতে পারছেন না। কারণ আমার ভাই নির্বিবাদী মানুষ ছিল। কারও সঙ্গে তার কোনো কনফ্লিক্ট ছিল না।
‘পলিটিক্যালটি সে খুব বেশি উচ্চাকাঙ্ক্ষী ছিল না যে তাকে পলিটিক্যাল কারণে কেউ মেরে ফেলবে। সে নিজের মনে কৃষি কাজ করতো। মূলত এটাই সে করত। সারা জীবন সে কৃষকই হতে চেয়েছে।’ শাশ্বতী আরও বলেন, ‘এসব কারণে নরমাল সূত্রে যেহেতু এই ঘটনার কোনো ক্লু মিলছে না, তাই আমাদের কাছে মনে হয়েছে যাদের কাছে বেটার এক্সপার্টিজ, টুলস, টেকনোলজিস আছে তারা এটা তদন্তের দায়িত্ব নিলে ভাল একটা সুরাহা হতে পারে। সেজন্যই আমরা মামলাটি পিবিআইতে দেয়ার আবেদন করেছি।’