ফটিকছড়ি উত্তর উপজেলা গঠনের চতুর্থ  গণশুনানি সম্পন্ন

ফটিকছড়ি

চট্টগ্রামের  ফটিকছড়ির উত্তরাঞ্চলের ৫ টি ইউনিয়ন নিয়ে "ফটিকছড়ি উত্তর" নামে নতুন উপজেলা গঠনকল্পে  এক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। ৭ মে ( রবিবার)  বিকেল ৩.৩০ মিনিট থেকে শুরু হয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে এ গণশুনানি।
 
দাঁতমারা শিক্ষা কমপ্লেক্স মাঠে আয়োজিত এ বিশাল গণশুনানীতে সভাপতিত্ব করেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জানে আলম। প্রধান অতিথি হিসেবে শুনানি গ্ৰহণ করেন, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাব্বির রাহমান সানি। বিশেষ অতিথি ছিলেন, বৃহত্তর ফটিকছড়ি সমিতির চেয়ারম্যান হেলাল মোহাম্মদ নূরী। 

ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল আলম ও আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান কমলের সঞ্চালনায়  এতে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নূর মোহাম্মদ আল কাদেরী, সাবেক ইউপি চেয়ারম্যান ইউসুফ জাফর চৌধুরী শাহীন, উত্তর ফটিকছড়ি নাগরিক ফোরামের আহ্বায়ক ওসমান গণি মজুমদার, আওয়ামীলীগ নেতা বেলাল মোহাম্মদ নূরী, মুজিবুল হক মজুমদার, মোঃ নুরুল আলম, ওবায়দুল হক কন্ট্রাক্টর, ইসমাইল মজুমদার,সাংবাদিক জাহেদ কুরাইশি,সাংবাদিক আবু মুসা জীবন, জাতীয় পার্টি নেতা মোঃ আবছার উদ্দিন,বিআইডিএস এর প্রজেক্ট ম্যানেজার তৌহিদুল আলম চৌধুরী,  শিক্ষাবিদ জুহুরুল ইসলাম হুসাইনী, শিহাব উদ্দিন, মেহেদী হাসান,মুঃ হারুন,অ্যাডভোকেট মিহির কুমার দে,সাইফুদ্দীন সিদ্দিকি  সোহেল, মিজান উদ্দিন,  বিএনপি নেতা নেতা মোঃ বেলাল হোসেন,মোঃ নুরুল আমিন, প্যানেল চেয়ারম্যান ইউসুফ আলী,আব্দুল মোতালেব, কৃষক লীগ নেতা নুরুল আমিন, প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি সেলিম সরকার,ওলামা পরিষদ নেতা মাওলানা মাহবুবুর রহমান, বনানী ডিগ্ৰী কলেজ প্রভাষক শাহজাদী হ্নীলা, মাধ্যমিক শিক্ষক নেতা প্রধান শিক্ষক বখতেয়ার উদ্দিন বকুল,মাস্টার আব্দুল বারেক, প্রাথমিক শিক্ষক নেত্রী মাস্টার রহিমা বেগম প্রমূখ।

গণশুনানিতে তিন-চার হাজার মানুষের উপস্থিতিতে অর্ধশত বক্তা বক্তব্য রাখেন। ফটিকছড়ি উত্তর উপজেলা সদর যুক্তি যুক্তস্থানে হওয়ার দাবি জানান বক্তারা।