বাবার গাড়ির চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু

পটুয়াখালী
মো. ইয়ামিন হোসেন (০৭)

পটুয়াখালীর বাউফলের বগা ইউনিয়নে বাবার ট্রলি গাড়ি থেকে ছিটকে পরে ওই গাড়ির চাকায় পিষ্ট হয়েই মাদ্রাসা পড়ুয়া এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বুধবার (১০ মে) বেলা পৌনে ১১ টার দিকে বগা ইউনিয়নের হোগলা ব্রিজের উত্তর পাশের ঢালে এই দুর্ঘটনা ঘটে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক শিশু শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি বাংলাদেশ মোমেন্টসকে নিশ্চিত করেছেন। 

দুর্ঘটনায় নিহত শিশু শিক্ষার্থীর নাম মো. ইয়ামিন হোসেন (০৭)। সে কনকদিয়া ইউনিয়নের হোগলা গ্রামের ট্রলি গাড়ি চালক মো. জাকির হোসেনের ছেলে।

আরও পড়ুন: ভুজপুরে আম সংগ্রহ করতে গিয়ে কিশোরের মৃত্যু 

জানা গেছে, নিহত ইয়ামিন বগা ইউনিয়নের দ্বীনিয়া হাফেজি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। মাদ্রাসা ছুটির পরে বাবার ট্রলি গাড়িতে বাড়িতে যাচ্ছিলেন। গাড়ি চালাচ্ছিলেন তার বাবা। ট্রলি গাড়িটা হোগলা ব্রিজের উত্তর পাশের ঢালে নামার সময় শিশু ইয়ামিন গাড়ি থেকে ছিটকে পরে এবং গাড়ির মাঝের চাকার নিচে পিষ্ট হয়। ঘটনাস্থলেই মারা যায় শিশু শিক্ষার্থী ইয়ামিন। এঘটনায় পুরো উপজেলা জুড়ে শোকের ছায়া বইছে।