ইমরান খানের বিরুদ্ধে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত

ইমরান খান

পাকিস্তানেরর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আট দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার (১০ মে) পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) আবেদনের প্রেক্ষিতে তার রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরো (এনএবি) ইমরান খানের ১৪ দিনের রিমান্ড আবেদন করলে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার ইসলামাবাদ স্থানীয় সময় দুপুর দুইটায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খানকে দুর্নীতির এক মামলায় গ্রেফতার করা হয়। এর পরই পাকিস্তানের বিভিন্ন জায়গায় বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে।

বিক্ষোভে খাইবার পখতুনখাওয়ায় পুলিশের গুলিতে অন্তত ৪ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অন্তত ২৫ জন।

পাকিস্তানের দক্ষিণ-পূর্ব রাজ্য বেলুচিস্তানে পরিস্থিতি নিয়ন্ত্রণেরে জন্য কর্তৃপক্ষ আর্মি নামানোর অনুরোধ করেছে।

সূত্র: আল জাজিরা