ঘূর্ণিঝড় মোখা: পর্যটকদের কক্সবাজার সমুদ্র সৈকতে নামা নিষেধ

কক্সবাজার

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মোখা’য় রূপ নিয়েছে। মোখার প্রভবে কক্সবাজারসহ দেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে হাওয়া দপ্তর।

মোখা’র প্রভাবে কক্সবাজার সমুদ্র সৈকতে লাল হলুদ পতাকার পরিবর্তে বিপদ হিসেবে লাল পতাকা টানানো হয়েছে। পর্যটকদের নিরাপত্তার জন্য তাদের বাঁশি এবং হুইশেল বাজিয়ে তুলে দিচ্ছে লাইফ গার্ড কর্মীরা।

লাইফ গার্ড কর্মী মো. আব্দু সালাম এবং রুহুল আমিন জানান, প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা এসেছে সমুদ্র সৈকত থেকে পর্যটকদের তুলে দিতে। সৈকতে পানির উচ্চতাও বেড়েছে। সাগর উত্তাল হচ্ছে। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া নির্দেশ হয়েছে যাতে কেউ সমুদ্রে নামতে না পারে। 

তাই টুরিস্ট পুলিশ ও সি লাইফ গার্ড কর্মীরা সার্বিক নিরাপত্তা দিচ্ছে।