চালের দাম কমলেও বেড়েছে আদা, পেঁয়াজ, রসুন আর মাছের দাম

অর্থনীতি
চালের দাম কমলেও বেড়েছে আদা, পেঁয়াজ, রসুন আর মাছের দাম

নিত্যপণ্যের বাড়তি দামের মধ্যেই আবারও বেড়েছে চিনি, পেঁয়াজ, আদা, রসুনের দাম। পণ্যভেদে দাম বেড়েছে ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত। চিনির সংকট আরো প্রকট হয়েছে। দাম বেড়েছে ইলিশসহ সবধরনের মাছের। তবে কেজিতে ৩ থেকে ৪ টাকা কমেছে আটাশ ও মিনিকেট চালের দাম। সবজির বাজারও কিছুটা কমতির দিকে।

নিত্যপণ্যের মধ্যে পেঁয়াজ, রসুন আর আদা আর কাঁচামরিচের নাম আসে সবার আগে। আগেই বাড়তি থাকা এসব পণ্যের দাম আরেক দফা বাড়ার খবর দিচ্ছেন ব্যবসায়ীরা। রাজধানীর কাওরানবাজারে আদা কেজিতে ১০০ টাকা বেড়ে ৩০০ টাকা, পেঁয়াজ ২০ টাকা বেড়ে ৭০ টাকা, রসুন ৭০ টাকা বেড়ে ১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। একইভাবে ৮০ টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। 

পড়ুন>>> বাজারে আকাশ ছোঁয়া সবজির দাম, করলার সেঞ্চুরি

কোনো কোনো মশলা কেজিতে বেড়েছে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। 

চিনির সংকট কাটছেই না। দীর্ঘদিন ধরে পাওয়া যাচ্ছে না চাহিদা মতো। যেটুকু আছে তাও বিক্রি হচ্ছে বাড়তি দামে। 

সুখবর নেই মাছের বাজারেও। ইলিশ কেজিতে মানভেদে বেড়েছে দেড়শ থেকে ২০০ টাকা পর্যন্ত। অন্যান্য মাছও কেজিতে এক থেকে দেড়শ টাকা বাড়ার অভিযোগ ক্রেতাদের। তবে বিক্রেতারা তা মানতে নারাজ। 

স্বস্তি এসেছে চালের বাজারে। বৈশাখে নতুন চাল বাজারে আসায় আটাশ ও মিনিকেট কেজিতে ৪ টাকা কমে যথাক্রমে ৫০টাকা এবং ৬৮ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। 

বাড়তি মুরগির দামও। ব্রয়লার কিছুটা বেড়ে ২৩০টাকা এবং সোনালী বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজিতে।