ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার পক্ষে শহীদ আফ্রিদি

আফ্রিদি
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি

চলতি বছরের অক্টোবর ও নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ২০২৩ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। এতে পাকিস্তানের অংশগ্রহণের পক্ষে দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

আফ্রিদি বলেন, বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া উচিত পাকিস্তানের। আমাদের ক্রিকেটকে সমর্থন করার ব্যাপারে এটি ইতিবাচক বার্তা দেবে।

সাবেক এই অধিনায়ক বলেন, ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখা উচিত। সেই বিবেচনায় পাকিস্তানেই এশিয়া কাপ হওয়া উচিত। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথোপযুক্ত পদক্ষেপ নিতে হবে।

আফ্রিদি বলেন, এশিয়া কাপ পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া দরকার। আমি মনে করি, ক্রিকেট ও রাজনীতি পৃথক রাখা দরকার। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দেরি করা মোটেও উচিত নয়।

ইতোমধ্যে পাকিস্তানে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। সম্প্রতি বিসিসিআই পুনর্বক্ত করেছে, নিরপেক্ষ ভেন্যুতে পুরো টুর্নামেন্ট খেলতে চায় তারা।

তবে ঘরের মাঠেই এশিয়া কাপ আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ পিসিবি। অন্তত টুর্নামেন্টের কিছু অংশ হলেও দেশের মাটিতে করতে চায় তারা। নিজ দূর্গে পুরোপুরি আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর অংশ হিসেবেই তা চায় পাক  কর্তৃপক্ষ। 

এরই মধ্যে এ টুর্নামেন্টের জন্য ‘হাইব্রিড মডেল’ উপস্থাপন করেছে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বীদের এ সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করেছে পাকিস্তান। প্রয়োজনে বয়কটেরও হুমকি দিয়েছে তারা।