বন্য হাতির আক্রমণ রক্ষার্থে বিজিবির আলোচনা সভার আয়োজন

নেত্রকোনা

বর্ডার গার্ড বাংলাদেশ এর ময়মনসিংহ সেক্টরের আওতাধীন ০৩টি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় (ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা) সাম্প্রতিক সময়ে বন্য হাতির অনুপ্রবেশ ও আক্রমণ হতে সীমান্তবর্তী জনসাধারণের জানমাল ও ফসল রক্ষার্থে বিজিবির সংশ্লিষ্ট বিওপি সমূহের মাধ্যমে (১৯ মে) ২০২৩ ইং শুক্রবার মোট ৩৭টি স্থানে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারনের উপস্থিতিতে জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

উক্ত জনসচেতনতামূলক সভায় বন্য হাতির আক্রমণ হতে সীমান্তবর্তী ফসলি জমি ও জানমাল রক্ষার জন্য স্থানীয় জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি হাতির আক্রমণ হতে বাঁচার উপায় সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। 

স্থানীয় জনসাধারণ জানায়, বিজিবি'র জনসচেতনতামূলক সভার আয়োজনটি প্রশংসনীয়। তাদের পরামর্শ গুলো আমাদের জন্য খুবই লাভজনক এবং আমরা হাতির আক্রমণ থেকে রক্ষার্থে যে ধরনের পদক্ষেপ গুলো নিতে পারি, সে বিষয়গুলো সম্বন্ধে এখান থেকে অবগত হয়েছি।

এ বিষয়ে গতকাল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সাথে বিজিবি'র  উল্লেখিত জেলা সমুহের ২৬ টি স্থানে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।