পরীক্ষা-নীরিক্ষা নয়, সেরা টাইগার দল খেলবে আফগান টেস্টে

ক্রিকেট
সেরা টাইগার দল খেলবে আফগান টেস্টে

সাদা পোশাকে আফগানিস্তানের বিপক্ষে কোনো সুখস্মৃতি নেই। একমাত্র দেখায় ঘরের মাঠে নাস্তানাবুদ হয়েছে সাকিব আল হাসানের দল। সেই হারের চার বছর পর আবার ক্রিকেটের অভিজাত সংস্করণে আফগানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এবারও ঘরের মাঠে।

সাগরিকার পাড়ে সেই হারের ক্ষত এখনো মোছেনি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কথায় তা স্পষ্ট। তাইতো আসছে জুনে একমাত্র টেস্টে বাংলাদেশ নামতে চায় সেরা দল নিয়ে, পরীক্ষা-নিরীক্ষা ভাবনাতেই নেই। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক।

‘এখানে কোনো পরীক্ষা (এক্সপেরিমেন্ট) হবে না। আফগানিস্তান খুব ভালো দল। যেহেতু আমাদের একটা খারাপ অভিজ্ঞতা আছে গত টেস্ট ম্যাচটা হেরেছি। কোনো হালকাভাবে নেওয়া হবে না। সম্ভাব্য সেরা দলই আফগানিস্তানের বিপক্ষে দেওয়া হবে।’

পড়ুন>>> বিশ্বকাপের জন্য সাংবাদিকদের সেরা একাদশ তৈরি করে দিতে বললেন পাপন!

শুক্রবার (১৯ মে) নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়ায় এভাবে বলেছেন প্রধান নির্বাচক। জুনের ১০ তারিখ আফগানিস্তান দল ঢাকায় পৌঁছাবে। মিরপুর শের-ই-বাংলায় একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে ১৪ জুন। এই টেস্ট খেলে ভারত চলে যাবে আফগানিস্তান। এরপর ১ জুলাই পুনরায় বাংলাদেশ সফরে আসবে তারা। জুলাইতে ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে দুই দল।

The Afghanistan players go up in appeal for Mushfiqur Rahim's wicket, Bangladesh v Afghanistan, Only Test, Chattogram, 4th day, September 8, 2019

সেরা দল নামাতে চাইলেও অধিনায়ক সাকিব আল হাসানকে পাওয়ার সম্ভাবনা কম। তর্জনীর চোটে তিনি ছিটকে যান ৬ সপ্তাহের জন্য। টেস্টে না থাকলেও সাকিবকে অন্য দুই সংস্করণে পাওয়া যাবে বলে মনে করেন প্রধান নির্বাচক। তবে তার প্রত্যাশা ঘরের মাঠে টেস্টে বাংলাদেশ ভালো খেলবে।

প্রধান নির্বাচক বলেন, ‘বিগত টেস্ট ম্যাচটা আয়ারল্যান্ডের বিপক্ষে এখানে (মিরপুরে) ভালো খেলেছি। ভারতের সাথেও আমরা ভালো খেলেছি। খুব কাছে গিয়ে হেরে গিয়েছিলাম। আমার মনে হয়, মিরপুরে আমরা ভালো চ্যালেঞ্জ দিতে পারব। দেশের মাটিতে খেলা আশা করি ভালো খেলব।’