ফটিকছড়িতে বাল্য বিয়ে কনের অভিভাবকের কারাদন্ড ও জরিমানা

ফটিকছড়ি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় কিশোরীকে (১৬)  বাল্যবিবাহ দেওয়ায় এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে ৭ দিনের কারাদন্ড  দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার(২৭ এপ্রিল) রাতে  উপজেলার সহকারী কমিশনার ( ভূমি)  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মোঃ মেজবাহ উদ্দিন  অভিযান চালিয়ে তাকে কারাদন্ড ও জরিমানা প্রদান করেন।

প্রশাসন সূত্রে জানা যায়,  উপজেলার সমিতিরহাট ইউনিয়নের উত্তর নিশ্চিন্তাপুরে  জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী মেয়ের অভিভাবক   মেয়ের বয়স ১৮ বছরের কম হওয়ার কথা স্বীকার করে। আইনগত অভিভাবক হওয়া সত্ত্বেও বেআইনীভাবে একটি  মেয়েকে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টায়  বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৮ ধারা লঙ্ঘনের দায়ে তাকে ৫ হাজার টাকা  অর্থদন্ড এবং অনাদায়ে ৭ দিনের কারাদন্ড  প্রদান করে মেয়ে প্রাপ্ত বয়ষ্ক না হওয়া পর্যন্ত নিজের কাছে রাখবেন এবং পাত্রস্থ করবেন না বলে মুচলেকা নেওয়া হয়।

সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন  বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহায়তা করে  ফটিকছড়ি  থানার অন্তর্গত জাফতনগর ফাঁড়ির  পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও  স্থানীয় জনসাধারণ।