বন্যার্তদের উদ্ধারে নিবেদিত নৌবাহিনী

বন্যার্তদের উদ্ধারে নিবেদিত নৌবাহিনী

সিলেট ও সুনামগঞ্জে বন্যা ভয়াবহ রূপ নেওয়ায় নৌবাহিনী নিবেদিত প্রাণে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ নৌবাহিনীর একটি ডুবুরিদল উদ্ধারসহ মানবিক কর্ম তৎপরতায় যুক্ত হচ্ছে।  নৌবাহিনীর ৩৫ সদস্যের একটি দল কাজ শুরু করে যাচ্ছে।

এর আগে গতকাল সিলেটের জেলা প্রশাসনের মুখপাত্র ও সহকারী কমিশনার আহসানুল আলম বলেন, নৌবাহিনীর টিম চলে এসেছে। ৩৫ জনের একটি ডুবুরিদল কাজও শুরু করেছে। বিকেলে ৬০ জনের আরেকটি বড় দল আসবে। কোস্ট গার্ডের দুটি ক্রুজ দুপুরের পর আসবে। একটি সুনামগঞ্জ যাবে। আরেকটি সিলেটে উদ্ধার কাজে নিয়োজিত হবে। এছাড়া বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার উদ্ধার কাজে নিয়োজিত থাকবে।

এছাড়া শুক্রবার সেনাবাহিনীর নয়টি ইউনিট সিলেট ও সুনামগঞ্জের বন্যাকবলিত বিভিন্ন উপজেলায় উদ্ধার কাজ চালায়।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, নৌবাহিনীর সদস্যরা শনিবার সকালে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের সালুটিকরে অবস্থান নেন। এরপর সেখান থেকে উপদ্রুত এলাকায় গিয়ে উদ্ধার কাজ শুরু করেছেন।

এরআগে, জেলা প্রশাসকের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার দুপুর থেকে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ৯টি টিম সিলেট ও সুনামগঞ্জের ৮টি উপজেলায় কাজ শুরু করে।