উল্টো ডিগবাজি দিয়ে ভাইরাল শিশুবক্তা মাদানী
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:০৪ PM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:০৪ PM

রীতিমতো নদীতে উল্টো ডিগবাজি দিয়ে চমকে দিলেন শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানী। সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় রফিকুল ইসলাম মাদানী নদীতে সাঁতার কাটতে নেমেছেন। বেশ কয়েকজন বন্ধুর সঙ্গে তিনি নদীতে গোসল করেন। এদিকে নায়ক জায়েদ খান বেশ কিছুদিন ডিগবাজি দিয়ে আলোচনায় আছেন। এর মধ্যে উল্টো ডিগবাজি দিয়ে দেখালেন শিশুবক্তা মাদানী
ভিডিওতে আরো দেখা যায়, নদীতে ভাসমান একটি নৌকা থেকে মাদানী উলটো ডিগবাজি দিচ্ছেন। তার দেখাদেখি অন্যরাও দেওয়ার চেষ্টা করেন তবে তারা ব্যর্থ হন। এ সময় রফিকুল ইসলাম মাদানী বলেন, এই ডিগবাজি দিতে হলে প্র্যাক্টিস করতে হয়। পরে নদীতে ডুব দেওয়ার প্রতিযোগিতা করার আহ্বান জানিয়ে সঙ্গীদের বলেন, আসো কে কতক্ষণ ডুব দিয়ে থাকতে পারে। ভিডিওটি নেটিজেনদের মধ্যে বেশ প্রতিক্রিয়া তৈরি করেছে।
এদিকে, গত মাসের শুরুতেই জামিনে মুক্তি পেয়েছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী। নভেম্বরের ৪ তারিখে সাতটা ৭টা ৫৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর কারাগার পার্ট-২ থেকে মুক্ত করা হয় তাকে। ধারণা করা হয়, জেল থেকে বের হয়ে বেশকিছুদিন নিজ বাড়িতে ঘুরে ফিরে সময় কাটাচ্ছিলেন এই ধর্মীয় বক্তা।
গত ২০২১ সালের ৭ এপ্রিল রাত সাড়ে ৩টার দিকে রফিকুলকে নেত্রকোণার নিজ বাড়ি থেকে আটক করে র্যাব। এরপর ৮ এপ্রিল মাদানীর নামে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে র্যাবের নায়েক সুবেদার আবদুল খালেক। এরপর গাজীপুরের বাসন ও রাজধানীর মতিঝিল ও তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এর আগে, রফিকুল ইসলাম মাদানী ভবিষ্যতে রাষ্ট্র ও দেশের প্রচলিত আইনবিরোধী ও জনমনে সংঘাতের সৃষ্টি করে-এমন বক্তব্য দেবেন না বলে মুচলেকা দিয়েছেন। পরে আদালত তাকে জামিন দেন। সব মামলায় তিনি জামিন পান।