প্রেম এবং রাজনীতি বিষয়ক কাব্য

নোবিপ্রবি
লেখক  © ফাইল ছবি

তোমাকে না পাওয়ার প্রতিবাদে এবার রাজপথে বিক্ষোভ 
মিছিলে নামবে ভালবাসা
তোমার সাজোয়া বাহিনীর টিয়ার শেল 
কিংবা লাঠিচার্জ কিছুই থামাতে পারবেনা। 

ভালবাসা এবং প্রত্যাখ্যান মুখোমুখি হবে রাজপথে,
ধাওয়া পাল্টা-ধাওয়া চলবে সকাল সন্ধ্যা
হতাহত হবে ভালবাসা।
ছিন্নভিন্ন হবে প্রেমের গ্রীবা।
তোমার স্বৈরাচারী প্রত্যাখ্যান এর আদালতে
এবার আসামী হবে ভালবাসা।
ভালবাসার বিরুদ্ধে দায়ের করা হবে গায়েবী মামলা।
সারাদেশে পালিত হবে হরতাল, তোমাকে না পাওয়ার প্রতিবাদে।

অবরোধে, স্লোগানে মুখরিত হবে চারপাশ

তোমার স্বৈরাচারী বিরহের 
চাপানো মামলায়,  পলাতক প্রেম আমি।

বিপ্লবী, তথাকথিত রাষ্ট্রদ্রোহীদের মতো 
আজ ভালবাসা নির্বাসিত তরুলতাহীন দ্বীপে।

আমার ভালবাসার টুটি চেপে ধরেছে তোমার
সবল অস্বীকারের করাল থাবা।

সঙ্গীন উচু করে আছে সামরিক জান্তার দল
আঘাত করবে বলে।
বুলেট, বিস্ফোরক, গ্রেনেড, জলপাই রঙের ট্যাংক
সব কিছু তাক করে আছে ভালবাসার বুকের দিকে।

তবু রাজপথ ছাড়বেনা ভালবাসা।
 
গ্রেনেড এর বদলে হাতে গোলাপ তুলে দিয়ে বলবে 
"তোমাকে চাই"

তোমার অবহেলার  কুটিল আমলাতন্ত্রকে 
ধিক্কার জানাতে জানাতে রাজপথে শুধু একটাই 
স্লোগান মুখরিত করে তুলবে ভালবাসা "তোমাকে চাই"

 

লেখক: সাইফুল ইসলাম 
শিক্ষার্থী,  নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।