৪ হাত ও ৩ পা নিয়ে শিশুর জন্ম, প্রতিকূলতা ছাপিয়ে আছেন বেঁচে

আন্তর্জাতিক
  © সংগৃৃহীত

চারটি হাত, তিনটি পা এবং একটি যৌনাঙ্গ নিয়ে সংযুক্ত যমজ শিশু জন্ম নেওয়ার ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ায়। যা একটি অতি বিরল ঘটনা। এই ধরনের সংযুক্ত যমজ শিশুদের ‘স্পাইডার টুইন’ বলে।

এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি এই বিরল ঘটনাটি আমেরিকান জার্নাল অফ কেস রিপোর্টে প্রকাশিত হয়েছে। কারণ, এই যমজ শিশুদের জন্ম ২০১৮ সালে হলেও, সব প্রতিকূলতা ছাপিয়ে তাদের বেঁচে যাওয়াটা বিস্ময়কর।

এই ধরনের ঘটনার ৬০ শতাংশের বেশি ক্ষেত্রে, যমজদের মধ্যে একজন মারা যায় বা মৃত অবস্থায় জন্ম নেয়। কিন্তু এই শিশুরা সব প্রতিকূলতা থেকে বেঁচে গেছে।

এই ২ ভাইকে প্রথম ৩ বছর শুয়ে থাকতে হয়েছিল কারণ শারীরিক গঠনের কারণে তারা বসতে পারতনা। তাদের  সোজা হয়ে বসার সুবিধার্থে সার্জনরা তাদের তৃতীয় পা কেটে ফেলেন।

ইন্দোনেশিয়ার মায়ো ক্লিনিক জানিয়েছে, বিকাশের সময় ত্রুটির কারণে ভ্রূণ আংশিকভাবে আলাদা হয়ে গেলে ২টি মানুষ তৈরি হতে পারে। তখন এই ধনের ঘটনা ঘটার সম্ভাবনা থাকে।