চুরি করতে গিয়ে কিছু না পেয়ে উল্টো টাকা রেখে গেলো চোর!

চোর
  © সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে প্রায়ই অদ্ভুট কাণ্ডকারখানা চলে আসে মানুষের সামনে। সেসব ভাইরাল ঘটনা নিয়ে চলে আলোচনা-সমালোচনা। অনেক সময় হয় খবরের শিরোনামও। সম্প্রতি এক ভাইরাল চোরের কাণ্ড খবরের শিরোনাম হয়েছে। একটি সিসিটিভি ক্যামেরা ফুটেজে ধরা পড়ে পুরো ঘটনা। 

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক মুখোশপরা ব্যক্তি বাড়িতে ঢোকার চেষ্টা করছেন। এরপর রান্নাঘরে ঢুকে চুরি করার মতো কিছু খুঁজে পাননি তিনি। চুরি করার কিছু না পেয়ে হতাশ হন চোর। শেষে নিজের পকেট থেকেই একটি ২০ রুপির নোট গৃহস্থের জন্য রেখে যান।  

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, ঘটনাটি তেলেঙ্গানার রাঙ্গারেডি জেলার মহেশ্বরমে। ইতিমধ্যেই ভিডিওটি কয়েক লাখ ভিউ হয়েছে।

ভিডিওটি দেখে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। অনেকে মজার মন্তব্য করেছেন। অনেকে আবার এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। একটি বাড়িতে চুরি করার মতো কিছু না থাকা অবিশ্বাস্য বলছেন কেউ কেউ। 

একজন লিখেছেন, ‘খুব দয়ালু চোর’। আরেকজন প্রশ্ন তুলেছেন, ‘যে বাড়িতে সিসি ক্যামেরা আছে সে বাড়িতে চুরির কিছু নেই কীভাবে?’। অপর একজন প্রশ্ন করেছেন, ‘রান্নাঘরে ক্যামেরা কেন? ঘটনা বানানো নয় তো?’