দেশে ফিরেছেন মিজানুর রহমান আজহারি
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৬:৪৯ PM , আপডেট: ০২ অক্টোবর ২০২৪, ০৬:৪৯ PM
দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি। আজ বুধবার (০২ অক্টোবর) এক ফেসবুক পোস্টে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
ফেসবুকে দেওয়া পোস্টে মাওলানা আজহারি লেখেন, "আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দুআর নিবেদন।"
সাথে সাথেই মিজানুর রহমান আজহারির পোস্টটি ভাইরাল হয়ে যায়। মাত্র ২০ মিনিটেই ২ লাখ ৭১ হাজার প্রতিক্রিয়া পড়েছে। কমেন্ট পড়েছে ৭২ হাজারের অধিক।
আজহারির ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তাকে।
এক ভক্ত লিখেছেন, আলহামদুলিল্লাহ প্রিয় হুজুর অনেক অনেক দোয়া রইলো আপনার জন্য। অন্য আরেক ভক্ত লিখেছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নিজ মাতৃভূমিতে আপনাকে স্বাগতম।
জিতু নান্দি নামে এক সনাতনীও কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, আমরা সবাই মিলে একে অপরের ধর্মকে সম্মান করি। শেষে লাভ ইমোজি ব্যবহার করেছেন। তিনি আরও লিখেছেন, আপনি আমাদের দেশের গর্ব প্রিয় ভাই।
জিতু আরও লেখেন, একজন সনাতনী হিসেবে আমার ধর্মের শিক্ষার ভিত্তিতে নিজের ধর্ম ছাড়াও অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাই। কোনো ধর্মকে কখনোই অশ্রদ্ধা করার মতো শিক্ষা আমার ধর্ম এবং আমার পরিবার শেখায় নি, ধন্যবাদ।
আনসারুল হক নামের একজন লিখেছেন, আপনার মাহফিল করার জন্য জায়গা নির্ধারণ করে রেখেছি। ১০ লাখ মানুষ একসাথে হলেও সমস্যা নেই ইনশাআল্লাহ।
ফয়জুল্লাহ মাহমুদ নামের এক ভক্ত লিখেছেন, আলহামদুলিল্লাহ। অনেক দিনের ইচ্ছা আপনাকে সামনা সামনি দেখার। আশাকরি খুব শীঘ্রই এই ইচ্ছা পূরণ হবে ইনশাআল্লাহ।
শাহিনুজ্জামান শাকিল নামের একজন লিখেছেন, স্বাগতম আপনাকে মুক্ত বাংলাদেশে যেখানে দ্বীনের অবিরাম খেদমত করবেন ইনশা আল্লাহ।
উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন তিনি। তখন তিনি এক ফেসবুক পোস্টে জানান, পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন।
তিনি লেখেন, পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরের তাফসির প্রোগামের ইতি টানতে হচ্ছে। তাই, মার্চ পর্যন্ত আমার বাকী প্রোগ্রামগুলো স্থগিত করা হল। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাআল্লাহ।